বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
আপন নিউজ অফিস: কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ছয়টি ওয়ার্ডে মানুষের বসবাস নেই এমন দাবি করে ইউপি চেয়ারম্যান আবেদন করায় ফুঁসে উঠেছে গোটা ইউনিয়নের মানুষ।
ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদারের এমন মিথ্যাচারের প্রতিবাদে গত দুইদিন ধরে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকার হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার রাতে ধানখালী নিশানবাড়িয়া কমিউনিটি ক্লিনিক মাঠে ধানখালী ইউপি নির্বাচনের দাবি এবং ভোটার শূণ্য ইউনিয়ন বানানোর চক্রান্তে জড়িত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানখালী আওয়ামী লীগ সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধা অ্যাডভোকেট নুর হোসেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মৃধা, লতিফ গাজী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু মৃধা, বিএনপি নেতা শাহিন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৩ সালের মার্চ মাসে ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নির্বাচন বানচাল করতে ওই ইউনিয়নের ৭, ৮, ৯ এবং ২, ৪ ও ৬ নং ওয়ার্ডকে বিভাজন করার লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক বরাবরে আবেদন করেছে ইউপি চেয়ারম্যান । যাতে বলা হয় ওই ছয় ওয়া্র্ডে ভোটার নেই। অথচ বর্তমানে নতুন ভোটারসহ নয় হাজারেরও বেশি ভোটার রয়েছে।
বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান রিয়াজ তালুকদার ছয়টি ওয়ার্ডে ভোটার নেই এমন মিথ্যাচার করে নির্বাচন ছাড়াই ক্ষমতায় আরো বেশি সময় থাকতে চাইছে। গ্রামবাসী চেয়ারম্যানের এমন মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে সঠিক সময়ে নির্বাচনের দাবি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply