শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
চঞ্চল সাহা: বাবার কাছ থেকে রাজনীতিতে হাতে খড়ি । বাবার কাছ থেকে আদর্শ শেখা। রাজীতিতে সততা ন্যায় নিষ্ঠা, ধৈর্য, মানুষের উপকার করা বাবার কাছ থেকেই পাওয়া । বাবার মতই জাতির পিতার আদর্শ ধারন করে মানুষের সেবা করে যাব আমৃত্যু।
এ অভিব্যাক্তি প্রকাশ করেছেন,পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাংগাবালী) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল-ইসলামের মেয়ে বর্তমান কলাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. শাহিনা পারভীন সীমা। ইতিমধ্যে ভাল কাজের সাক্ষর রেখে এগিয়ে চলেছেন। সে খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ থেকে ¯œাতক ডিগ্রি লাভ করেন। একই কলেজ ছাত্র সংসদের ছাত্রী মিলনায়তন বিষয়ক সম্পাদিকা ছিলেন। বর্তমানে উপজেলা আ’লীগের এান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক। তিনি সরকারী সহায়তার পাশাপাশি নিজের অর্থায়নে বিভিন্ন সময় দূর্যোগকালীন আবহাওয়া ও আপদকালীন সময়ে জনগনের মাঝে ত্রান সামগ্রী বিতরন করে এলাকায় সুনাম কুড়িয়েছেন। এছাড়া নারীদের আত্মনির্ভরশীল এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরন, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন সভা-সেমিনার পরিচালনা করে যাচ্ছেন। অপরদিকে, শিক্ষার প্রসার ঘটাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, বাইসাইকেল,স্যানিটারী ন্যাপকিন বিতরন করেও এলাকায় মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এদিকে, উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর, লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, চম্পাপুর ইউনিয়নের দেবপুর ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় কয়েক বছর যাবৎ বর্ষা মৌসুমে ওই ইউনিয়ন গুলোর গ্রামের পর গ্রাম পানিতে প্লাবিত হয়। এ সময় মানুষ বিশুদ্ধ পানির অভাব সহ নিম্ন আয়ের মানুষ খাদ্য সংকটে থাকে। বিপদাপন্ন এ মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছেন শাহিনা পারভীন সীমা।
এ প্রসঙ্গে শাহিনা পারভীন সীমা বলেন’ সরকারের সফলতার বিষয় গুলো জনগনের মাঝে তুলে ধরার পাশাপাশি সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি জনগনের দুঃখ দূদর্শার সময় পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও জনগনের পাশে থাকবেন বলে তিনি উল্লেখ করেন।
নাগরিক উদ্যোগ কলাপাড়া উপজেলার আহবায়ক নাসির তালুকদার বলেন, নারীর সক্ষমতা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বর্ষা মৌসুমে প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় দৃষ্টান্ত হয়ে আছে শাহিনা পারভীন সীমা। যা এলাকায় ব্যতিক্রমী বলে উল্লেখ করেন তিনি।
ন্যাপ নেতা খান মতিউর রহমান বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনগনের সেবা করা। ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা সে কাজটি করে চলেছে। তিনি সততার সাথে তাঁর কর্মকান্ড অব্যাহত রাখলে ভবিষ্যতে এলাকার মানুষ আরো উচ্চপদে তাকে আসীন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply