কলাপাড়ায় জমে উঠেছে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নির্বাচন | আপন নিউজ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেইথ ইন এ্যাকশন’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কাউনিয়ায় জাতীয় শিশু দিবসে নানা আয়োজনে পালিত আমতলীতে জাতীয় শিশু দিবস পালন রাঙ্গাবালীতে ঢালাইয়ের সময় ধসে পড়ল স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদ কলাপাড়ায় ডা/কা/তি প্রস্তুতিকালে তিন ডা/কা/ত গ্রে/ফ/তা/র কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই জনকে কু/পি/য়ে জ/খ/ম কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে প্রতীকী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা কলাপাড়াবাসী সংগঠনের ১ টাকায় ইফতার বিক্রি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কলাপাড়ায় দূযোর্গ সহনশীল কমিউনিটি গঠন করার লক্ষ্যে একটি দূর্যোগ প্রস্তুতি মুলক মহড়া কুয়াকাটায় কালভার্ট ও খাল দখল করে স্থাপণা নির্মাণ
কলাপাড়ায় জমে উঠেছে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নির্বাচন

কলাপাড়ায় জমে উঠেছে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নির্বাচন

মো. ওমর ফারুক: ফরম বিতরনের মধ্যদিয়ে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র নির্বাচনী মাঠ জমতে শুরু করেছে। রবিবার দুপুরে সভাপতি পদে নবগঠিত পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী ডা. ইব্রাহীম খলিল ও সাধারণ সম্পাদক পদে সফল ব্যবসায়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মু: জসিম উদ্দিন নির্বাচনী ফরম ক্রয় করেন। এর আগে প্রগতি মেডিকেল হল’র স্বত্বাধিকারী বাবু স্বপন পালকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী কমিশনার দিলীপ কুমার মন্ডল, গৌতম চন্দ্র রায় ও হারন অর রশিদ।

জানা যায়, বাংলাদেশ কেমিষ্ট ও ড্রাগিষ্ট সমিতি’র কলাপাড়া উপজেলা শাখা প্রতি তিন বছর পর পর গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে থাকে। এর ধারাবাহিকতায় আগামী ১১ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট কার্যক্রম অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক এ ৬টি পদের জন্য লড়বেন প্রার্থীরা। তবে, কোন পদে একাধিক প্রার্থী না থাকলে ওই পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবে। এখন পর্যন্ত সভাপতি পদে একটি ও সাধারণ সম্পাদক পদে একটি ফরম বিতরন হয়েছে।

সাধারণ সম্পাদক পদে কলাপাড়া হাসপাতাল গেটস্থ গাজী মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মু: জসিম উদ্দিন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমি দীর্ঘ ১২ বছর ধরে ঔষধ ব্যবসায়ের সাথে জড়িত রয়েছি। কলাপাড়া উপজেলার ঔষধ ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়ে আসছে। বিগত দিনে ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন বৈষম্য পরিলক্ষিত হয়েছে। তাই আমি নির্বাচিত হলে সে বৈষম্যকে দূর করে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে আপ্রাণ চেষ্টা করবো। তিনি আরো বলেন, সকলের দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশা করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!