শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস: প্রতিষ্ঠার ২যুগ উপলক্ষে কলাপাড়ায় যুগান্তরের প্রতিবার্ষিকী পালিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্বজন সমাবেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ঢালী রুহুল আমিন অভির সভাপতিত্বে সাংবাদিক জসীম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কালীন সদস্য ও সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক শামসুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য জীবন কুমার মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, অন্যন্যেও মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য মো: এনামূল হক, রিপোর্টাস ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাধারন সম্পাদক রাসেল মোল্লা, অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডটকম’র সম্পাদক ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন, সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ডু প্রমূখ।
অনুষ্ঠনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগান্তর কলাপাড়া উপজেলা প্রতিনিধি অমল মুখার্জী তিনি তার বক্তব্যের শুরুতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা দেশের বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা প্রায়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কমনা কওে বলেন, আজ আমাদের অভিভাবক প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বেঁচে নেই। কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে আমাদেও মাঝে তথা দেশ বাসীর মঝে বেঁচে রয়েছেন। তার মতো একজন সুদক্ষ অভিভাবকের কারনে আজ যুগান্তর সবার কাছে সমাদৃত। আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রায়াত নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে কেক কাটেন অতিথিরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply