শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
চঞ্চল সাহা: কলাপাড়ায় যৌন হয়রানির অভিযোগ এনে এক শিক্ষিকার মামলায় স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পক্ষিয়াপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে আটক করা হয়। ওই শিক্ষিকা শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া থানায় সহ-সভাপতি বশির মৃধা (৪০) কে আসামী করে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ ওই রাতেই তাকে আটক করতে সক্ষম হয়।
মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার পথে স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধা প্রায়ই তাকে ইভটিজিং এর পাশাপাশি কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রæয়ারী রাত নয়টায় বশির মৃধা শিক্ষিকার বাড়ীতে কেউ না থাকার সুযোগে বাড়ীতে ঢুকে যৌন হয়রানির চেষ্টা চালায়। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষিকা ১৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানায়, শিক্ষিকার মামলা করার সাথে সাথে পুলিশ পাঠিয়ে আসামিকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply