বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন
চঞ্চল সাহা,কলাপাড়া: কলাপাড়ায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কলাপাড়া শাখার সদস্য মো.মুজিবুর রহমান (৪৫) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে । রবিবার রাত ৮টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের ঘুটাবাছা নামক এলাকায় এ দূর্ঘটনার শিকার হয় সে। মুজিবুর রহমান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মৃত আলহাজ্ব সত্তার বেপারীর ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।
জানা গেছে, ওই রাতে সে মোটরসাইকেল যোগে কলাপাড়া থেকে গ্রামের বাড়ী ফেরার পথে মালবাহী ট্রলি কিংবা যাত্রীবাহি বাসের ধাক্কায় সে সিটকে রাস্তার বাইরে পড়ে গুরুতর আহত হয় বলে স্থানীয়দের ধারনা । তবে দূর্ঘটনার সময় কেউই কাছে না থাকায় এর সঠিক কারন কেউ বলতে পারছে না। পথচারী লোকজন তাকে রাস্তার বাইরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এতে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রাত ৪টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার জানান, মুজিবুর রহমান তাদের সংগঠনের সদস্য ছিলেন । তিনি এ দূর্ঘটনার কারন উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান।
বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান জানান, মুজিবুর কমিউনিষ্ট পার্টির সাথে সাথে বাংলাদেশ কৃষক সমিতির সাথে যুক্ত ছিলেন। তিনি সাধারন কৃষকের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে কাজ করতেন বলে উল্লেখ করেন তিনি।
কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, দূর্ঘটনার কারন উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে একটি ইউ,ডি মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply