সাবেক প্রতিমন্ত্রী মাহবুব রহমান’কে দলীয় সভাপতির পদ থেকে অব্যাহতি | আপন নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব
সাবেক প্রতিমন্ত্রী মাহবুব রহমান’কে দলীয় সভাপতির পদ থেকে অব্যাহতি

সাবেক প্রতিমন্ত্রী মাহবুব রহমান’কে দলীয় সভাপতির পদ থেকে অব্যাহতি

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ আসনের বর্তমান এমপিকে ‘রাতের ভোটের এমপি’ বলে বেফাঁস মন্তব্যের কারণে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মাহবুবুর রহমানকে দলের সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামীলীগ।

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর মুঠোফোনে জানান, “বিতর্কিত মন্তব্যের কারণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। এরপর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। তিনি শোকজের জবাবও দিয়েছেন। এসব কাগজপত্র আমরা কেন্দ্রে পাঠিয়েছি। কেন্দ্র থেকে বলা হয়েছে যে, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে যেন বহিস্কার করা না হয়। কিন্তু আমরা জটিলতা এড়ানোর জন্য জেলা কমিটির মিটিংয়ে তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছি। আবার কেন্দ্র থেকে যদি নির্দেশ দেয় তাহলে আমরা তাকে স্বপদে ফিরিয়ে দেবো। এখন ১নং সহ সভাপতি যে আছে সে সভাপতির দায়িত্ব পালন করবে।”

জানতে চাইলে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ১নং সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান জানান, “আমি এখন পর্যন্ত এ ব্যপারে কোন চিঠি হাতে পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর শুনতেছি।”

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার মুঠোফোনে জানান, “উপজেলা সভাপতির যে বক্তব্য ভাইরাল হয়েছে সেটি এমন একটি স্পর্শকাতর বিষয় যা নিয়ে বাইরে কোথাও আমরা মিটিং পর্যন্ত করতে পারতেছিলাম না। যে কারণে জেলা আওয়ামীলীগের কাছে ব্যবস্থা গ্রহনের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম। এরপর জেলা আওয়ামীলীগ তাকে শোকজ করেছে কিন্তু শোকজের জবাব সন্তোষজনক হয়নি। এরপর গত ২৩ মে তারিখে জেলা আওয়ামীলীগের একটি বর্ধিত সভা হয়েছে সকল উপজেলার নেতৃবৃন্দদের নিয়ে। সেখানে সিদ্বান্ত হয়েছে যে, সভাপতির পদ থেকে অব্যাহতির প্রস্তাব কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠানো হোক।

উল্লেখ্য, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী রুমান পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বর্তমান এমপি অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানের একটি ছবি ফেসবুকে ‘মানবতার ফেরীওয়ালা’ লিখে পোষ্ট করায় গত ৬ মার্চ, বৃহস্পতিবার বিকেলে রুমানকে মুঠো ফোনে হুমকী দেন সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহবুবুবর রহমান।

এসময় তিঁনি বলেন, ৭০ বছরের মধ্যে ৬০ বছর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারী আমি আর আমার বাপে। তুই বেটা কি কছ, ছেমড়া। আওয়ামীলীগ, ছাত্রলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নেতে হবে। তোর রাজনীতি করাডা আমি দেহাইতেছি।’

মুহুর্তের মধ্যে ভাইরাল হওয়া ওই অডিওতে আরও শোনা যায় তিঁনি বলছেন, ’তোর এমপি মানবতার ফেরীওয়ালা কি করছে, আমারে বুঝাইয়া দে। কয় কিলোমিটার রাস্তা করছে? রাতে ভোট হইয়া গেছে, হেই এমপি তোর। আওয়ামীলীগ আমি আর আমার বাপে। অন্যরা রাজাকার।’

এরপর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবন্দরা এ ঘটনার প্রতিবাদে ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের বহিস্কার দাবীতে লাগাতার মানববন্ধন কর্মসূচী পালন শুরু করে। এতে দলীয় ভাবমূর্তি রক্ষায় জরুরী বৈঠকে বসে উপজেলা আওয়ামীলীগ। সভায় সর্ব সম্মতিক্রমে দলীয় সভাপতির পদ থেকে অব্যাহতির রেজুলেশন পাঠানো হয় জেলায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!