মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে ইমাম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিজান উদ্দিন প্যাদা (৬১) ও মিজানুর রহমান (৪৫)। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত আহত মিজান উদ্দিন প্যাদা কে কলাপাড়া হাসপাতালে ভর্তি এবং মিজানুর রহমান কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
কর্মরত চিকিৎসক জানান, মিজানুর রহমানের বাম হাতে কোপে ও নিজাম উদ্দিনের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে।
আহত নিজামউদ্দিন বলেন, আমার বাড়ি আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডে, আমার স্ত্রীর বাড়ি রজপাড়া গ্রামে, আমার স্ত্রীর ভাইদের ২১ শতাংশ জমি ক্রয় করবো। তাই বানা করার জন্য বুধবার ৩ লক্ষ টাকা নিয়ে আসি, এসময় সাক্ষীর জন্য আমার স্ত্রীর চাচতো ভাই মিজানুর রহমান ও পান্নুকে ডেকে আনি, তখন তারা এসে বলে এই জমি বিক্রি করতে পারবে না, যেই টাকা আনছো আমাদের দেও, আমি বলি কেন বিক্রি করবে না, তাদের জমিতে বিক্রি করবে, আপনাদের সমস্যা কি, তারপরও বলে জমি বিক্রি করতে পারবেনা, একপর্যায়ে তারা আমার উপর হামলা চালায়, এ সময় মিজানুর রহমান ও পান্নুক সহ ১০/১২ জন রড ধারালোর অস্ত্র দিয়ে কুপিয়ে জখন করে আমার সাথে থাকা নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। মিজানুর রহমান এ ঘটনাকে ধামাচাপা দিতে তারা নিজের শরীরে নিজে কোপ বলে দাবি করেন তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply