
আপন নিউজ অফিসঃ কুয়াকাটায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কুয়াকাটা পৌরসভার সম্মেলন কক্ষে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) প্রকল্প ভাসা-২ পৌরসভা ইনজুরি প্রিভেনশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ, সিআইপিআরবি এর এরিয়া কো-অর্ডিনেটর সহ সংশ্লিষ্ঠ কর্মী বৃন্দ। কাউন্সিলর বৃন্দ বলেন, আমরা সিআইপিআরবি এর কার্যক্রমে খুবই খুশি এবং আগামীতে সকল ধরনের সহযোগীতার করবো। আলোচনায় মেয়র সিআইপিআরবি এর সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বিশেষ করে যে সকল ছোট ছোট শিশুরা আঁচল কেন্দ্রে যায় তাদের প্রাথমিক অক্ষর জ্ঞান সম্পর্কে ধরণা হয় এবং পাশাপাশি পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমায়। তিনি ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহবান জানান।
Leave a Reply