মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড কনসার্ন ( বাংলাদেশ) কর্তৃক দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক কর্মশালার আয়োজনে
বৃহষ্পতিবার সকাল ১০ টায় শেখ কামাল অডিটরিয়ামে এ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে পরিবর্তন প্রকল্পের সহযোগিতায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভাপতিগন কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা।
এ সময় সিসিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো: বাবুল মিয়া, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, মহিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম সহ ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম অফিসার (ডি.আর.আর) পায়েল চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) মাহামুদা ও মনিটরিং অফিসার বিধান বিশ্বাস সহ আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply