কুয়াকাটায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ | আপন নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব
কুয়াকাটায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

কুয়াকাটায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ ৭১টিভি ও বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

সোমবার (১৯ জুন) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সাংবাদিক বৃন্দ অংশগ্রহন করে।

মানববন্ধনে কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বি,এম,এস,এফ’র সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন , কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, বিএমএসএফ’র সাধারন সম্পাদক মো: বসিরুল্লাহ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, নৃশংস এ হত্যার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ইতোমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দ্রুত ফাঁসির দাবি জানান। তারা আরো বলেন, সাংবাদিক নাদিম হত্যা গণমাধ্যমের জন্য হুমকি।

উল্লেখ্য: গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!