মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ। দ্রুত গতিতে চলছে কয়লা খালাস কার্যক্রম। এ কয়লা দিয়ে রবিবার ভোররাতেই একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করতে পারে বলে এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে। এর আগে বৃহস্পতিবার রাত তিনটায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌছায় এ জাহাজটি। পর দিন শুক্রবার সকাল থেকে লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করে ওইদিন রাত তিনটায় জাহাজটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসে বন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে লোড সেডিং অনেকটা কমে যাবে।
এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply