ইলিশের দেখা মিলছে গভীর সমুদ্রে; দাম মধ্যবিত্তের নাগালের বাইরে | আপন নিউজ

বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সাপ্লাই এন্ড সেল সোসাইটির নতুন কমিটির অভিষেক কলাপাড়ায় মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে হত দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন কলাপাড়া হাসপাতালে ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান টিয়াখালীতে স্লুইস ভরাট, বিপাকে কৃষক ও জেলে পরিবার নবগঠিত ইসলামী ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত টিয়াখালীতে জলবায়ু নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় চিকিৎসক অপসারণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি বরগুনা জেলার খালের মাটি পটুয়াখালী জেলার ইটভাটায় কলাপাড়ায় ইট ভাটার শ্রমিকের মৃ-তদে’হ উদ্ধার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইলিশের দেখা মিলছে গভীর সমুদ্রে; দাম মধ্যবিত্তের নাগালের বাইরে

ইলিশের দেখা মিলছে গভীর সমুদ্রে; দাম মধ্যবিত্তের নাগালের বাইরে

আপন নিউজ অফিসঃ ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার পর অবশেষে ইলিশের দেখা মিলছে গভীর সমুদ্রে। দীর্ঘদিন পর ট্রলার বোঝাই মাছ পেয়ে খুশি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তবে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেলেও দাম রয়েছে মধ্যবিত্তের নাগালের বাইরে। আবার গভীর সমুদ্রের জেলেরা কাক্সিক্ষত ইলিশের দেখা পেলেও উপক‚লবর্তী জেলেরা হতাশ। ছোট ট্রলার, ফাইবার বোট, ইঞ্জিন বোট নিয়ে সমুদ্রে মাছ শিকারে নামা জেলেদের জালে মিলছেনা ইলিশ। শত শত ট্রলার ঘাটে নোঙ্গর করে মাছ ক্রয় বিক্রয় সরগরম হয়ে উঠেছে আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র।

৬৫ দিনের নিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়ার প্রভাবে সমুদ্রে যেতে পারেনি জেলেরা। এবার ইলিশের দেখা পেয়ে সেই সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করছে জেলেরা। তবে অতিরিক্ত দামে খুচরা বিক্রেতারা লোকসানের কবলে পড়ছে। ইলিশের দাম শুনে ক্রয়ের আগ্রহ নেই মধ্যবিত্তের। আবহাওয়া ভালো হওয়ার পর জেলেরা সমুদ্রে মাছ ধরা শুরু করেছে। কেউ ১০ মণ, কেউ ১২ মণ ইলিশ পাচ্ছে। মিজানের জালে ধরা পড়লো ৯৬ মণ ইলিশ । সামনে মাছ আরও বেশি পড়বে বলে মনে করেন অনেকে। আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রি করতে আসা এফবি মারুফ ট্রলারের মাঝি বেল্লাল হোসেন বলেন, ‘গত দশদিন আগে সাগরে মাছ ধরতে গেছিলাম প্রথম চার দিন জাল টেনে কোন মাছ পাইনি। পরে অল্প অল্প মাছ পেতে থাকি। এ পর্যন্ত মোটামুটি ভালো মাছ পেয়েছি যা গত এক বছরেও পাইনি।
মৎস্য অবতরণ কেন্দ্র সূত্র জানায়, গভীর সমুদ্রের জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে আসছে এবং ভালো দামও পাচ্ছে। জাটকা ২১ হাজার টাকা, ৬০০-৭০০ গ্রামের ইলিশ ২৮ হাজার, ৮০০-৯০০ গ্রামের ইলিশ ৩৬ হাজার এবং ১কেজির উপরের ইলিশ ৫০ থেকে ৭০ হাজার টাকা মন বিক্রি হচ্ছে। তবে এই দামে জেলেরা খুশী থাকলেও প্রায়ই লোকসান গুনছেন পাইকারি ক্রেতারা। মধ্যবিত্তরা সাহস করছে না মাছ কিনতে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গত কয়েক দিন যাবৎ গভীর সমুদ্রে মাছ শিকারকারী ট্রলারগুলো ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ফিরছে। তবে কাক্সিক্ষত ইলিশ থেকে বি ত হচ্ছে উপক‚লবর্তী জেলেরা। এর প্রধান কারণ হলো আন্ধারমানিক ও রামনাবাদ চ্যানেল সংলগ্ন বেশ কয়েকটি ডুবোচর সৃষ্টি হয়েছে যে কারণে ইলিশ তার গতিপথ পরিবর্তন করেছে। উপক‚লের জেলেদের জন্য পরামর্শ থাকবে তারা যেন গভীর সমুদ্রে মাছ শিকারের সরঞ্জামাদি তৈরি করে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘জেলেদের জালে এখন প্রতিদিনই প্রচুর ইলিশ ধরা পড়ছে। সামনের দিনগুলোতে আরও ইলিশ ধরা পরবে বলে আশা রাখি। এটা ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সুফল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!