সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে কলাপাড়ায় উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। “শেখ হাসিনার সরকার বার বার দরকার” স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে নেতৃত্ব দেয় পটুয়াখালী-৪ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ-আল-ইসলাম লিটন।
রবিবার শেষ বিকালে পায়রা বন্দরের শেখ হাসিনা সড়ক থেকে প্রথমে মাটোরসাইলে যোগে এ শোভাযাত্রাটি বের হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্পর্শে বদেলে যাওয়া বাংলাদেশের উন্নয়মূলক চিত্রের ফেস্টুন হাতে নিয়ে অন্ততঃ সহ¯্রাধিক নারী-পুরুষ এতে অংশগ্রহন করে।
শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক পথসভায় মনোনয়ন প্রত্যাশী এই নেতা, আবদুল্লাহ-আল-ইসলাম লিটন বলেন,আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকবো।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা,পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক এনামুল ইসলাম লিটু, কলাপাড়া পৌর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবদুল্লাহ-আল-ইসলাম লিটন পটুয়াখালী-৪ আসনের দুইবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল-ইসলামের মেঝ ছেলে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply