কলাপাড়ায় আবারো ডেঙ্গুর প্রকোপ | আপন নিউজ

সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব
কলাপাড়ায় আবারো ডেঙ্গুর প্রকোপ

কলাপাড়ায় আবারো ডেঙ্গুর প্রকোপ

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় আবারো ডেঙ্গুর রোগের প্রকাপ দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অন্ততঃ ২০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জন রোগীকে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিন কমপক্ষে ৮ থেকে ১০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে চলতি এ মৌসুমে কলাপাড়া হাসপাতালে ৩১৫ জন রোগী চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ইতিমধ্যে এন,এস স্যালাইনের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ওষুধের দোকান গুলোতে মিলছে না এ স্যালাইন।

স্থানীয়দের অনেকে অভিযোগে করে বলেন, ডেঙ্গু ভাইরাসবাহী এডিস এজিপ্টি মশার আক্রমন পুনরায় বেড়ে গেছে। তবে এর বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোন কর্মসূচী চোখে পড়ছে না। পৌরসভার একটি সতর্কতা মূলক মাইকিং হলেও বিভিন্ন বাসা-বাড়ী ,ব্যাংক-বীমা ও ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ পরিদর্শনে কারোর কোন ভূমিকা চোখে পড়েনি। স্কুল,কলেজ মাদ্রাসা গুলোর অধিকাংশই এডিস এজিপ্টি মশা রোধে যথাযথ কোন ভূমিকা নিতে দেখা যায়নি।

অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, বাসা-বাড়ীতে ফুলের টপ,ডাবের খোসা,গাড়ীর টায়ার থেকে এডিস এজিপ্টি মশার উৎপত্তিস্থল হলেও তা ধ্বংসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নেই।

এ ব্যাপারে কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির জানান, ডেঙ্গুর প্রকোপের প্রথম অবস্থায় এডিস মশা নিধনে ওষুধ স্প্রে করা হয়েছিল। তবে পুনরায় প্রকোপ দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা.জুনায়েদ হোসেন লেনিন জানান, প্রতিদিনই ৭/৮ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে সোমবার অন্ততঃ ২০জন রোগী সনাক্ত হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের অধিবাসী গৌতম চন্দ্র হাওলাদার জানান, তিনি এক মাস আগে ডেঙ্গু রোগে আকান্ত হয়ে কলাপাড়া হাসপাতালের ডা.জুনায়েদ হোসেন লেলিনের চিকিৎসায় সুস্থ হয়েছেন। তবে ডেঙ্গু মশা প্রতিরোধে তেমন কোন ভূমিকা কারোর নেই। অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা সহ মশার উৎপত্তিস্থল ধ্বংসে পৌরসভার ভূমিকা প্রশ্বিদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে,ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীদের ক্ষেত্রে এন,এস স্যালাইন প্রয়োজন হলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী এন,এস স্যালাইন পাচ্ছে না বলে জানা গেছে।। অপরদিকে, অনেক ওষুধের দোকানে এ স্যালাইন থাকা সত্ত্বেও অনায়াসে তা বিক্রি না করায় এলাকায় অনেকটা কৃত্রিম সংকট চলছে।

এ ব্যাপারে সেন মেডিকেলের সত্বাধিকারী বিশ্বজিৎ সেন জানান, এন,এস স্যালাইন ্উৎপাদনকারী কোম্পানী গুলোর সাপ্øাই তুলণামূলক কম বলে এলাকার ওষুধের দোকান গুলোতে কিছুটা সংকট আছে। তবে অনেক ব্যবসায়ী অন্যান্য ওষুধ ব্যতীত শুধুমাত্র স্যালাইন বিক্রি করতে অনীহা প্রকাশ করেন বলে স্যালাইন থাকা সত্বেও তারা নাই বলে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!