সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইমাম মুয়াজ্জিন কল্যান সমিতির উদ্যোগ ও আয়োজনে শুক্রবার(২০ অক্টোবর) জুমা নামাজ বাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মাঠে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন,ইমাম মুয়াজ্জিন কল্যান সমিতির উপদেষ্টা মোঃ আল আমিন সরদার, সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ্ (রুমি) ইমাম ও খতিব উপজেলা পরিষদ জামে মসজিদ, সাধারন সম্পাদক মুফতি মোঃ ফেরদৌসুল হক গাজী, সহ সভাপতি মুফতি মাওলানা মোঃ সাইদুর রহমান সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসারাইলের আগ্রাশনের তিব্র নিন্দা জানিয়ে উপস্থিত সকলকে ইসরাইলি পন্য বয়কট করার আহ্বান জানান। এসময় ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা বন্ধের আহ্বান জানান বক্তারা।
এসময় পার্শবর্তী অন্যান্য মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মপ্রান মুসলিম উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply