রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শেখ কামাল সেতু’র উপর দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। এ রিপোর্টটি লেখা পর্যন্ত তার পরিচয় ও কিভাবে দুর্ঘটনা হলো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র আইডি কার্ড থেকে জানা গেছে, তার নাম ফখরুল ইসলাম, পিতার নাম আজিজ উদ্দিন, মায়ের নাম ঝরনা বেগম, সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও, আকুপুর গ্রাম।
শনিবার (১৮ নভেম্বর) সাড়ে ১০ টায় কলাপাড়া শেখ কামাল সেতুতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে কলাপাড়া শেখ কামাল সেতু’র উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেখে পথচারীরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতলে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষ কর্মরত চিকিৎসক তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। ভর্তি’র কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মৃত্যুর পর কলাপাড়া থানার পুলিশ লাশ উদ্ধার, এবং ঘটনাস্থানের পরিদর্শন করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply