বাউফলে আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি | আপন নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে দুর্বৃত্তদের দেয়া আ-গু’নে পু’ড়ে গেলে বাস মালিকের স্বপ্ন কলাপাড়া হাসপাতালে ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে- হাসান মামুন আমতলীতে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরনে অনিয়ম; ওজনে কম দেয়ার অভিযোগ জাল কাগজপত্রে খাস জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা ; কুয়াকাটার রেস্তরা ব্যবসায়ী গ্রে’ফ’তা’র কলাপাড়ার চরনজিরে চড়া সুদের দাদন ব্যবসার প্র’তিবাদে এলাকাবাসীর মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সং-ঘ’র্ষে আ’হ’ত-১২ ভয়াল ১২ নভেম্বর স্মরণে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন, উপকূল দিবসের দাবি কলাপাড়ায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে বাড়ির সীমানা পিলার উপড়ে ভাংচু’রে’র অভিযোগ কলাপাড়ায় সাবেক বনবিভাগের কর্মকর্তা আব্দুল মালেক ইন্তেকাল
বাউফলে আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি

বাউফলে আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি

উত্তম কুমার বাউফলঃ বাউফলে ঘূর্নিঝড় মিথিলি’র  আঘাত উপকুলীয় এলাকা পটুয়াখালী বাউফলে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ছে। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন এই ভাবনায় এখন দিশেহারা কৃষকরা। কৃষকদের অনকেই বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে লোন নিয়ে আবাদ করেছন ফসল। তাই লোন পরিশোধ নিয়ে চিন্তায় পড়ে গেছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, এ বছর উপজেলার ৩৪ হাজার ৭শত এক হেক্টর জমিতে আমন ধানর আবাদ হয়েছে। তার মধ্যে প্রাথমিক তথ্য অনুযায়ি ঘূর্নিঝড় মিথিলি’র আঘাত ৪ হাজার ১ শত ৩৪ হক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লাল শাক, ফুলকপি, মিষ্টি কুমরা, লাউ, বেগুন, টমেটোসহ বিভিন প্রকারের শীতকালীন সবজি  আবাদ হয়েছে ৩শ ৪০ হক্টর জমিত। এরমধ্যে  ৩২০ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও  খেসারি ডাল চাষ হয়েছে ৬৫০ হক্টর জমিতে। ক্ষতিগ্রস্থ  হয়েছে ২শ র ৬০ হক্টর জমির খেসারি ডাল। মরিচ চাষ হয়েছে  ১২ হেক্টর জমিতে। ক্ষতি গ্রস্ত হয়েছে ৪ হেক্টর জমির মরিচ। সরিষা চাষ হয়েছে ২০ হক্টর জমিতে। ক্ষতিগ্র¯ হয়েছে ২ হক্টর জমির সরিষা। তবে বেসরকারী হিসাব অনুযায়ি ক্ষয়ক্ষতির পরিমার আরও বেশী হবে। এর ফলে উৎপাদনর লক্ষ অর্জন হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ কুন্ড বলেন, এখন পর্যন্ত  পুরো ক্ষয় ক্ষতির তথ্য আমাদের হাত আসনি। আমাদের উপসহকারী কৃষি অফিসারগন মাঠে গিয়ে কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ দিছেন। দুই-এক দিনের মধ্যে ক্ষয়ক্ষতি পরিমান জেনে সঠিক  তথ্য আমরা উধর্তন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!