সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

চঞ্চল সাহা, কলাপাড়াঃ কলাপাড়ায় পৌরশহরের বড় জামে মসজিদের গেট থেকে মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে বেল্লাল হোসেন গাজী (৪৫) নামে এক চালকের অটেরিকশা চুরি হয়েছে। এ সময় চালক বেল্লাল হোসেন গাজী ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। তার বাড়ী কলাপাড়া পৌরশহর সংলগ্ন নাচনাপাড়া বাসন্তী মন্ডল স্কুল এলাকায়। তিনি অনেক খোজাখুজি করেও অটোরিকশাটি পাননি। এ বিষয়ে সে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।
চালক বেল্লাল হোসেন গাজী জানান, অটোরিকশাটি তার আয়ের একমাত্র উৎস। নামাজ পড়া শেষে সে এসে অটোরিকশাটি দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। অটোরিকশাটি লাল রংএর বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply