সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সেলাই মেশিনের মাধ্যমে সেলাই করে এবং ছাগল পালনের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের আয়বৃদ্ধি করে পরিবারের সদস্যদের পুষ্টিপূরণের এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া উপজেলায় লক্ষ্যভুক্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেছে।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবর্তন প্রকল্পের সহযোগিতায় ৪০টি পরিবারের মাঝে ৪০টি সিঙ্গার সেলাই মেশিন ও ১২৪ টি পরিবারে ছাগল বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে প্রতিটি ছাগল রোগমুক্ত কীনা তা পরীক্ষা করা হয়। প্রতিটি ছাগল ৭ থেকে ১০ কেজি ওজন মাপের দেওয়া হয়।
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবির, সিপিপি এর সহ পরিচালক মো: আসাদুজ্ঝামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ন কবির ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার মাহামুদা ও মনিটরিং অফিসার বিধান বিশ্বাস ও পরিমল বৈদ্ধ প্রমূখ।
উল্লেখ, টিয়ারফান্ড, সিডরফান্ড এবং ইন্টারেক্ট এর অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড কনসার্ন সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন পরিবর্তন প্রকল্পের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৩৪৪৫ জন নারীকে উদ্যোক্তা তৈরি করার রয়েছে বলে ওয়ার্ল্ড কনসার্নের প্রোপ্রাম অফিসার পায়েল চন্দ্র দা জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply