বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর) আসনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী ও স্বতন্ত্রসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিনে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নীং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র কাছে ওই মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আ.লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা আ.লীগের সদস্য ব্রীগেডিয়ার জেনারেল (অব:) মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আ.লীগের উপকমিটি’র সাবেক সহ-সম্পাদক ও সাবেক এমপি মরহুম আনোয়ার উল ইসলাম’র পুত্র আব্দুল্লাহ আল ইসলাম লিটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র কলাপাড়া উপজেলা সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এরআগে বুধবার দুপুরে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী বর্তমান এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া পটুয়াখালী রির্টানিং অফিসারের কাছে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মন্নান হাওলাদার ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর হোসাইন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে বলে জানা যায়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহাকারী রির্টানিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার কাছে এপর্যন্ত মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছে। এছাড়া পটুয়াখালী জেলা রির্টানিং অফিসারের কাছে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। এবারের নির্বাচন খুব উৎসব ও প্রতিদ্বন্ধিতামূলক হবে বলে তিনি আশা করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply