মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মাইক্রোবাস চালক রিপন চন্দ্র হাওলাদার (৩২)’র উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
শনিবার (২০জানুয়ারী) সন্ধ্যায় কলাপাড়া হাসপাতাল গেইট সংলগ্ন এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রিপন চন্দ্র হাওলাদার কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
রিপন তার অভিযোগে বলেন, পূর্ব শত্রুতা জের ধরে মোঃ ফয়সাল চৌধুরী (২০) ও মোঃ রাসেল হাওলাদার (৩০) আমাকে এলোপাথারী মারধর করে, এবং চাইনিজ কুঠার দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এসময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণে রক্ষা পাই।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply