কলাপাড়ায় দিনে দুপুরে গাছ কেটে নেয়ার চেষ্টা | আপন নিউজ

সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত
কলাপাড়ায় দিনে দুপুরে গাছ কেটে নেয়ার চেষ্টা

কলাপাড়ায় দিনে দুপুরে গাছ কেটে নেয়ার চেষ্টা

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় পৌর শহরের ১ নাম্বার ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় এক প্রকৌশলীর দু’টি বড় আকারের রেইনট্রি গাছ কেটে নেয়ার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। রবিবার সকালে গাছ দু’টি কেটে নেয়ার প্রস্তুতি কালে এলাকাবাসীর বাধার মুখে গাছ দু’টি নিতে ব্যর্থ হয়। তবে গাছ দু’টির দাম অন্ততঃপক্ষে ২০ হাজার টাকা বলে এলাকাবাসী জানিয়েছে। বিষয়টি  স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি অবগত করা হয়েছে।

এ ব্যাপারে গাছের মালিক  প্রকৌশলী মো.ইয়াকুব আলী জানান, তার ওই ভিটে বাড়ীটি কলাপাড়া চৌরাস্তা সংলগ্ন বাসষ্ট্যান্ড এলাকায়।  গাছ চুরি করার চেয়েও প্রকাশ্যে দিনে দুপুরে চুরি করা এটা অভাবনীয়। এটা যেন এক কথায় মগেরমুল্লুক বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদার বলেন’ জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি শামসুল আলম বলেন’ দিনে- দুপুরে গাছ চুরি, এটা দুঃসাহসের ব্যাপার, জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আহমেদ বলেন’ এ ঘটনায় কেউ কোন মামলা কিংবা অভিযোগ দেয়নি।

এদিকে,দিনে দুপুরে এভাবে গাছ কেটে নেয়ার চেষ্টায় আতংকিত মানুষ। যারা প্রকাশ্যে দিবালোকে গাছ কেটে নিতে চেষ্টা চালায় তারা মানুষের বাসা-বাড়ীতে দিনে দুপুরে ডাকাতি করতেও দ্বিধাবোধ করবে না বলে এলাকাবাসীর অনেকে উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!