সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার প্রান্তিক ও অসহায় জেলেদের মাঝে ইলিশ শিকারের জাল ও বিকল্প কর্মসংস্থানের জন্য গরু বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের আলহাজ জালাল উদ্দীন কলেজ মাঠে মৎস্য অধিদপ্তরের সহায়াতায় ৩২ টি ইলিশ শিকারের জাল প্রতিটি গ্রুপের তিন জন সদস্যের সমন্বয়ে ৩২ টি গ্রুপের মোট ৯৬ জন জেলের মাঝে জাল বিতরন করা হয়। একই সঙ্গে আরো ৩২ জন প্রান্তিক জেলেদের মাঝে ৩২ টি গরু বিতরন করার হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাল ও গরু বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply