সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় মহিষকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সাহা মৃধা (৫৫) নামে এক বৃদ্ধকে মেরে আহত করা হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার জন্য একই এলাকার কুদ্দুস,মিনারা ও বাচ্চুকে দায়ী করে আহত সাহা মৃধা জানান, আমাকে যারা মেরে আহত করেছে তাদের মধ্যে বাচ্চু উল্টো হাসপাতালে এসে ভর্তি হয়েছে। এবিষয়ে প্রতিপক্ষ কুদ্দুস জানান, তারা মামু ভাগিনারা মারপিট করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহম্মেদ বলেন, এখনো পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply