বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনটি জরাজীর্ণ ও স্থান সংকট হওয়ায় উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে স্থানান্তর করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ১২ টায় নতুন ভবনের বারান্দায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কলাপাড়া সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া দলিল লেখক সমিতি’র সভাপতি মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মো. জসিম পারভেজ প্রমুখ।
এসময় সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক সমিতির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply