সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে কলাপাড়া পৌর শহরের ওসমানীয়া নূরানী কিন্ডার গার্টেন মডেল মাদ্রাসা’র পক্ষ থেকে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। র্যালীটি বুধবার সকালে মাদ্রাসা মাঠ থেকে বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা চত্তরে এসে শেষ হয়। এসময় ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী) সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন। র্যালী শেষে মাদ্রাসা পরিচালক ছাত্র-ছাত্রীদের উদ্যেশে একুশে ফেব্রুয়ারীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, জব্বারসহ আরো অনেকে মাতৃভাষা বাংলার দাবীতে রাজপথে রক্ত দিয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সেই থেকে প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারীকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। নতুন প্রজন্মকে এবিষয়ে জানতে ও তার মর্যাদা রক্ষায় কাজ করতে হবে। তিনি আরো বলেন, ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস বিশ্ব দরবারে বিরল। মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য যেসকল শহিদরা জীবন দিয়েছেন তিনি তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply