বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৪ উপলক্ষে কলাপাড়া আন্ধারমানিক নদীর তীরে বৃহস্পতিবার বেলা ১১ টায় দূষণমুক্ত নদীর প্রতীকী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন এ প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান করে।
কর্মসূচিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ উপকূলীয় সমন্বয়ক সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু তাঁর বক্তব্যে বলেন, কলাপাড়ার প্রাণ আন্ধারমানিক আমরা বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি। দখল ও দূষণ হচ্ছে আমাদের এ নদী, আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে এ নদী রক্ষার দাবি জানিয়েছেন।
ওয়াটারকিপার্স বাংলাদেশ সদস্য ও পরিবেশকর্মী কামাল হোসেন রনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, আবদুল্লাহ আল ইসলাম প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply