সভাপতি আতিক, সম্পাদক রায়হান; প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন | আপন নিউজ

রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ
সভাপতি আতিক, সম্পাদক রায়হান; প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি আতিক, সম্পাদক রায়হান; প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতি জনকল্যাণ সংস্থা-পিজেএস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ মে) আগামী ২ বছরের জন্য মাইনুদ্দিন আল আতিককে সভাপতি ও ফারুক রায়হানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংস্থা’র অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ফয়সাল মুন্সী, সহ-সভাপতি সাইমুন শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আল আমিন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাইজুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শোয়াইব, দপ্তর সম্পাদক মীর সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল পারভেজ রিয়ান, সমাজকল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাসেল মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল হোসাইন আব্দুল্লাহ, পরিবার পরিকল্পনা ও নারী বিষয়ক সম্পাদক রুপালী রেশমা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহতাব হোসেন, কার্যকরী সদস্য সোহেল রানা শাকিব ও মোহাম্মদ ইব্রাহিম, সদস্য সাইফুল ইসলাম খান, শাহিদা আফরিন ও মুক্তা আক্তার।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুক রায়হান বলেন, ‘কলাপাড়া উপজেলার একঝাঁক উদ্যমী তরুণ-তরুণীর সমন্বয়ে গঠিত এ সংগঠনটি মূলতঃ সব ধরনের সামাজিক-সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালনসহ সমাজের অসঙ্গতি দূরীকরণে ভূমিকা রাখবে।’

প্রতিষ্ঠাতা ও সভাপতি মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘আমরা মানবতাকে ধারণ করে সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করবো, ইনশাআল্লাহ। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, ‘সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে’ স্লোগানকে সামনে রেখে গত বছরের ৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত এ সংগঠনটি এতদিন আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!