শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির মামলার প্রধান আসামি মোঃ ইব্রাহিম প্যাদা (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২ টায় পার্শ্ববর্তী উপজেলার আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়।
উপজেলার চাকাইময়া ইউনিয়নের মিশনবাড়িয়া গ্রামের আবু তাহের এর ছেলে। গ্রেফতারকৃত ইব্রাহিম কলাপাড়া পৌর শহরে অটো রিস্কা চালায়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হয়। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২ টার দিকে মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। মঙ্গলবার রাতে মন্দির কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধন, অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়। স্থানীয় সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি সংশ্লিষ্ট প্রশাসনকে এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে প্রতিমা নির্মাণসহ মন্দিরের সংস্কার ও নিরাপত্তা জোরদারের সকল পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply