বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে হামলা, বাড়ি ঘর ভাংচুর ও আওয়ামীলীগ নেতার পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা।
সোমবার (১০ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার পাখিমারা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল রহমান তালুকদার, মাসুদ হাওলাদার, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম কালাম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবি কিরন সমুন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাখিমারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
বক্তারা বলেন, রবিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে হামলা, উপজেলা আওয়ামীলীগের সদস্য রহমান তালুকদারের বাড়িঘর ভাংচুর ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় সীমার সমর্থকরা। এঘটনার পরই থানায় মামলা দায়ের করেন রহমান তালুকদার। মানববন্ধনে সকল আসামীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply