বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
মো.নাহিদুল হকঃ কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুরে ভাই ভাই আবাসিক হোটেল থেকে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) সকাল ১১টায় হোটেলের দরজা ভেঙ্গে মো. শফিকুর রহমান (৭০) নামের সাবেক বন কর্মকর্তার এ মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, তিনি গত ২৩ সালের ডিসেম্বরে এই হোটেলের ১১ নং রুমে ব্যাচেলার ভাড়াটিয়া হিসেবে অবস্থান করতেন। গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকা ডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে আশেপাশের লোকজন কে খবর দেয়। এসময়ে হোটেলের জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়। রুমের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেল তালুকদার বলেন, আমরা এসে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যদের আসছেন। তাদের কাজ শেষ হলে, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply