রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ঈদ-উল-আযহা উপলক্ষে আমার নির্বাচনী এলাকা সহ দেশবাসীকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন।প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। এদিন সকল কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। কুরবানির মহান আদর্শ নিয়ে মুসলমানদের নিকট পবিত্র ঈদ উল আযহা একটি আনন্দের দিন। মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়। ঈদ উল আযহা আমাদের শুধু আনন্দই দেয় না,মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ উল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ উল আযহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে । হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। আপনি এ আপনার পরিজনরা আনন্দের সহিত ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ঈদ মোবারক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply