রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান এমপি বলেছেন, জান, মাল নিরাপত্তা এবং আসহায় মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ প্রস্তুত রয়েছে দূর্যোগ মন্ত্রনালয়। দেশের যে কোন দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্যোগ মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। ঝড় হোক, বন্যা হোক বাংলাদেশের যে কোন দূর্যোগে তার মন্ত্রনালয় ২৪ ঘন্টা খোলা থাকে।
৩ জুলাই বুধবার বেলা এগারোটায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে রিমালে ক্ষতিগ্রস্থ ৫২ জনকে ঢেউটিন ও ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৮ জনকে চেক প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় কলাপাড়া উপজেলা পরিদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, বনবিভাগ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয় দূর্যোগে অন্যান্য দেশের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার। ইতেমধ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভিবাজার সহ দেশের বন্যা কবলিত ৫ জেলার জন্য ২ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এর আগে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০০ জনকে চেক প্রদান, রেডক্রিসেন্ট সোসাইটির ২৫০ জনকে শুকনা খাবার ও বনবিভাগের সহায়তায় ৩ হাজার ফলজ চারা বিতরন করেন তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply