কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

সভায় মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট এ সাত দিন মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কলাপাড়ায় সব শ্রেণির মানুষকে মাছ চাষে উদ্ধুদ্ধ করণের পাশাপাশি উপজেলার সফল মাছ চাষীদের পুরস্কার ও জেলে পরিবারের  একজন মেধাবী শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা শিক্ষা  বৃত্তি প্রদান করা হবে। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হবে।

এসময় তিনি আরও বলেন, ‘সমুদ্রে ৬৫ দিন মাছ শিকারের নিষেধাজ্ঞা চলাকালীন কলাপাড়ায় জব্দকৃত মাছ ১২ লাখ টাকায় বিক্রি ও ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেজবাহউদ্দিন মানুন, সাবেক সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, নেছার উদ্দিন আহমেদ টিপু সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!