রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে কলাপাড়ায় সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন দরবার হল ‘পায়রায়’ এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়ার ইউএনও মো. রবিউল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সেনা কর্মকর্তা মেজর মেহেদী হাসান, কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ, বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি মো. ফারুক গাজী, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ফকির, উপজেলা জামায়াত আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইদ আল রেদোয়ান, কলাপাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, আনোয়ার হোসেন আনু, কলাপাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র উপজেলা শিবির সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা যেকোনো মূল্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার দৃঢ়তা ব্যক্ত করেন। এছাড়া এখানে এ পর্যন্ত যারা সন্ত্রাসী কর্মকান্ডে অংশ নিয়েছে তাদের শণাক্ত করে আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া-মোনাজাত।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply