নামে তালপুকুর ঘটি ডোবেনা, এরই নাম কলাপাড়া পৌরসভা | আপন নিউজ

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অজু করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃ-ত্যু কলাপাড়ায় ইউপি গোডাউন থেকে ভিজিএফর ১৩৯ বস্তা চাল চু-রি কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ আ’লীগের ৪১ নেতা-কর্মীর নামে হ’ত্যা মা’ম’লা কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হোসাইন আমিরের পিতৃবিয়োগ মহিপুরে আশা’র উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্য ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অ’নি’য়’ম; লু-ট হয়েছে ভিজিডির চাল আইনের শাসন প্রতিষ্ঠা ও মি-থ্যা মা’ম’লা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় মা’ন’ব’ব’ন্ধ’ন কুয়াকাটায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর পরে বাউফলের নিজ জমিনে জামায়াত নেতা নতুন স্বপ্নের বাউফল ঘোষনা আমতলীতে হারভেস্টার মেশিন প্রবেশে বাঁধা; পাকা আউশ ধান নিয়ে বিপাকে কৃষক
নামে তালপুকুর ঘটি ডোবেনা, এরই নাম কলাপাড়া পৌরসভা

নামে তালপুকুর ঘটি ডোবেনা, এরই নাম কলাপাড়া পৌরসভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ এক পশলা বৃষ্টিতেই তলিয়ে যায় নাচনাপাড়া, চিংগুরিয়া, রহমতপুর, সবুজবাগসহ কলাপাড়া পৌরসভার বহু আবাসিক এলাকা। খানা-খন্দে একাকার উপজেলা সড়ক, মাদরাসা সড়ক, কাজী নজরুল ইসলাম সড়ক, চিংগুরিয়া, নতুন হাসপাতালসহ কয়েকটি সড়ক। রাতে জ্বলছে না অধিকাংশ সড়কবাতি। ড্রেনে ময়লা আবর্জনায় একাকার থাকছে। মাছবাজার, মুরগিবাজার এলাকায় পানিতে ময়লা আবর্জনায় একাকার হয়ে আছে। শহরের প্রাণখ্যাত প্রবাহিত একমাত্র স্লুইসখালটি পৌরবাসীর সকল বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। খাল-ডোবাসহ বহু খাস জমি দখল করে তোলা হয়েছে বাড়িঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা। পানি সরবরাহে বিঘœ ঘটছে। পৌরসভার পানি সরবরাহের পাইপে থাকছে ময়লা-আবর্জনা। এক কথায় এখানকার নাগরিক সেবার এখন বেহাল দশা। পৌরবাসীর কাছে অসহনীয় হয়ে পড়ছে এসব ভোগান্তি। নামে তালপুকুর ঘটি ডোবেনা, এরই নাম কলাপাড়া পৌরসভা।

পৌরশহরের অটোচালক মো. হানিফ জানান, শহরের বিভিন্ন রাস্তার খারাপ অবস্থা। গাড়ি চালাতে খুব কষ্ট হয়। প্রতিদিন গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তিনি আরো বলেন, বিভিন্ন সড়কে মাসের পর মাস পড়ে থাকে ড্রেজারের পাইপ। এতে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা।

চিংগুরিয়ার বাসিন্দা উত্তম কুমার জানান, সামান্য বৃষ্টিতেই আমাদের এলাকা তলিয়ে যায়। শহরের খালটি দখল দূষণ থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। এছাড়া শহরে প্রায়ই চুরির ঘটনা ঘটছে।

পৌরসভার বহুতল ভবনের মালিক আনিসুর রহমান বলেন, ’পৌরসভার পানির সংযোগ নেয়ার পর থেকে ঠিক মত পানি পাচ্ছি না। দোতলা, তিনতলায় তো পানি পাওয়াই যায় না। বাধ্য হয়ে পানির সংযোগ বন্ধ রেখে গভীর নলক‚প বসিয়েছি।’

এছাড়া শহরটিতে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুন অটো ও ইজিবাইক চলাচল করায় দিনের বেলা অধিকাংশ সময় সড়কে যানজট লেগে থাকছে। সড়কের নতুনবাজার এলাকায় দুই পাশে মোটরসাইকেল পার্কিং করে রাখায় মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। দুটি বাহন ক্রস করতে পারে না। কাঁচাবাজারের প্রবেশপথে সড়কের ওপর বসে দোকানপাট। ফলে নিত্য ভোগান্তির কবলে পড়ছেন সাধারণ মানুষ। এসব সমস্যা সমাধানে পৌরসভা কর্তৃপক্ষের তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি।

সচেতন পৌরবাসীর দাবি পৌরকর, পানির বিল যথাযথভাবে পরিশোধ করার পরও কাঙ্খিত সেবা মিলছে না। এমনকি পৌরসভার স্টাফরা নিয়মিত নাগরিক সেবা দিচ্ছেন না বলেও ক্ষুব্ধ রয়েছেন পৌরবাসী। অতি সম্প্রতি পটপরিবর্তনের পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শহরটিতে সড়কের শৃঙ্খলা ফেরাতে কয়দিন কাজ করলে নাগরিক ভোগান্তি কিছুটা হলেও লাঘব হয়েছে। এখন আবার পুরনো চেহারায় ফিরেছে।

কলাপাড়া পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, পানির সরবরাহ সচল করা হয়েছে। পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!