কলাপাড়ায় এক অসহায় বৃদ্ধার বন্দোবস্তকৃত জমি দ-খল; আদালতে মা’ম’লা | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
কলাপাড়ায় এক অসহায় বৃদ্ধার বন্দোবস্তকৃত জমি দ-খল; আদালতে মা’ম’লা

কলাপাড়ায় এক অসহায় বৃদ্ধার বন্দোবস্তকৃত জমি দ-খল; আদালতে মা’ম’লা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় এক অসহায় বৃদ্ধার বন্দবস্তকৃত এক একর জমিতে ফলানো ইরি ধান জোর পূর্বক কেটে নিয়ে গেছে। শুধু তাই নয়। ওই জমির ২০ শতাংশ ভেকু দিয়ে কেটে ঘের তৈরি করে জবর-দখলে নিয়েছে উত্তর দৌলতপুর গ্রামের একদল অবৈধ দখলকারী। এ অবৈধ কাজে বাঁধা দিলে জমির মালিক রেনু বেগমের পরনের কাপর চোপড় টানা হেচড়া করিয়া মাটিতে শোয়াইয়া লজ্জাশীলতা হানী ঘটায় ছেলে কামরুল হাসান রনি (জুলাস)কে এলোপাথারীভাবে কিল, ঘুশি, চর, থাপ্পর মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম তৈরী করেন।

এনিয়ে ছেলে কামরুল হাসান রনি (জুলাস) বাদী হয়ে সোমবার কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে। মামলা নং সি.আর-১৩৩৪/২৪। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি পিবিআই পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী জেড এম কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা, বাদীর পিতা বহু বছর পূর্বে মারা গেলে সাব রেজিস্ট্রার কলাপাড়া অধিন এস.এ জে.এল নং-২৩, সোনাতলা মৌজার বন্দোবস্ত খতিয়ান নং-৬২৪ দাগ নং- ৯৩৪ দরখাস্ত করিলে ২০০৪-২০০৫ সনের ২৫৩কে নং বন্দোবস্তীয় কেসের অনুকূলে বিগত ইং ১৭/১১/২০০৫ ইং তারিখ রেজিঃকৃত দলিল নং ৪৭৩৮/০৫ নং কবুলিয়াত মূলে ১.০০ একর ভূমি প্রাপ্ত হয়।

ঘটনার দিন উত্তর দৌলতপুর গ্রামের মোঃ কালাম গাজী (৪৫), ফুল গাজী (৪৫), মো জসিম হাওলাদার (৩২), মোঃ হারুন গাজী (৩০), মোঃ বেল্লাল (৩০), মোঃ খলিল হাওলাদার (৩৫) সহ আরও অজ্ঞাতনামা ৮/১০ আসামীগণ বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া হাতে দা, ছেনা, লোহার রড, রামদা, স্কেভেটর (ভেকু), টর্চ লাইটসহ প্রান নাশক অস্ত্র সন্ত্রাদী নিয়া আমাদেরকে চতুর্দিক থেকে বেড় দিয়া এলোপাথারীভাবে কিল, ঘুশি, চর, থাপ্পর মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম তৈরী করেন। এ সময় আমার মাতার পরনের কাপড় চোপড় টানা হেচড়া করিয়া মাটিতে শোয়াইয়া লজ্জাশীলতা হানী ঘটায়। আসামীগণ আমাদের ভোগদখলীয় ৯৩৪নং দাগের ১০০ ফুট দৈর্ঘ্য ১০ফুট প্রস্থ্য ২০ফুট গভীর করে প্রায় ২০,০০০ মাটি যাহার মূল্য অনুমান ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকার মাটি জোড় পূর্বক কাটিয়া নিয়া যায় এবং আমার ভেগদখলীয় ভূমির ফসল কাটিয়া ৫০,০০০/(পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধন করে।

এ ব্যাপারে আইনজীবী জেড এম কাওসার বলেন,ভূমি সংশ্লিষ্ট অপারধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে বিধান প্রনয়নকল্পে প্রনিত আইন (২০২৩ সনের ৩৬নং আইন) এর ৪ ধারার (১) (ক), (২) ৫ধারা, ৭ধারার (১), (৩), ১০, ১১, ১২, ১৬ধারায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মো.কালাম গাজীর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!