রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম’র ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার(৪ অক্টোবর) সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের ইঞ্জিঃ মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন আপন নিউজ বিডি ডটকম’র সম্পাদক ও প্রকাশক এস এম আলমগীর হোসেন। সঞ্চালনা করেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও আপন নিউজ বিডি ডটকম’র বার্তা সম্পাদক মোঃ নুরুল আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার সাবেক সফল মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারেফ মিন্টু, পৌর বিএনপি সভাপতি গাজী মোঃ ফারুক। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য মোঃ এনামুল হক, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজ বিডি ডটকম’র আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জেডএম কাওছার, বিএমবিএফ’র সভাপতি এ্যাড. মো. রাকিবুল আহসান মামুন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন, বর্তমান সভাপতি এইচ আর মুক্তা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন বিপু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বক্তারা আপন নিউজ বিডি ডটকম’র উত্তরোত্তর সাফল্য কামনা করে তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সর্বশেষ কেক কেটে ও রেফেল ড্রএর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply