বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেনঃ কলাপাড়ায় এ.আর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১০ অক্টোবর) বিকাল ৫ টায় রহমতপুর ও এতিমখানা ক্রীড়া সমাজের আয়োজনে কলাপাড়া পৌর শহরের রহমতপুর খাস পুকুর সংলগ্ন বালির মাঠে এ খেলা উদ্বোধন করা হয়। কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হারুন-অর-রশিদ’র সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন নাচনাপাড়া একাদশ এবং পায়রাবন্দর একাদশ। টুর্ণামেন্টে মোট ১৭টি দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হাজী হুমায়ুন সিকদার বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করতে হবে। উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে যুবকদের উৎসাহ প্রদান করা হবে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনে বিএনপি নেতৃবৃন্দ সবসময়ই পাশে থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply