রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
জুয়েল ফরাজী, কুয়াকাটাঃ কুয়াকাটায় কারিতাস বরিশাল অঞ্চল’র আয়োজনে সিআরএস’র সহযোগিতায়। কারিতাস বরিশাল অঞ্চল কর্তৃক বাস্তবায়নকারী প্রাইজ প্রকল্পের বেইজলাইন ডাটা ডেলিগেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় কুয়াকাটা হোটেল নীলাঞ্জনা’র হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে এ কর্মশালা চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে বলে করিতাস অফিস সূত্রে জানা যায়। প্রজেক্টটর’র মাধ্যমে প্রায় ২ ঘন্টাব্যাপী উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন নিয়ে আলোচনা চলে।
কারিতাস বরিশাল অঞ্চলের কেন্দ্রীয় টেকনিক্যাল অ্যাডভাইজার নাসিরুদ্দিন এর সঞ্চালনায় আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারীর সভাপতিত্বে, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষিবিদ আকরামুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিপির উপ-পরিচালক শাহাবুদ্দিন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো:মাসুদসহ প্রাইজ প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বেইজলাইন সার্ভের মাধ্যমে প্রাপ্তি ডাটা উপস্থাপন ও উপস্থিত সরকারি বেসরকারি অংশীজনের মতামত গ্রহণপূর্বক বেইজ লাইনের তথ্য উপাত্তের বিষয় আলোচনারও মাধ্যমে ঐক্য পোষণ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply