শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে আবুল কালাম (৫০) ও তার ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৭) ওপর হামলা করে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। রোববার সকাল ৯ টায় উপজেলার নীলগঞ্জ সলিমপুর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে বাবা-ছেলে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলাপাড়া হাসপাতালে ভর্তি ব্যবসায়ী আবুল কালাম বলেন, ঘটনাটি সকালে আমি ও আমার ছেলে ফেরিঘাট হয়ে কলাপাড়া (তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাজার) আসছিলাম। এসময় সলিমপুর ফেরিঘাট এলাকায় ওঁৎ পেতে থাকা নাসির ও তার দুই ছেলে ইমুন ও আরাফাত চলন্ত মোটরসাইকেলে হামলা চালায়, হামলা করে তাদের হাতে থাকা লাঠি ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তারা আমার ছেলে আমিনুল ইসলামের ডান হাত পিটিয়ে ভেঙ্গে দেয়।
এ বিষয় কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ থানায় আসেনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply