শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ সময়ের অন্যতম সাহসী সাংবাদিক, তুরস্ক এবং মধ্য প্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক বিশ্লেষক, তুরস্কের আনাদলু সংবাদ সংস্থার চীফ রিপোর্টার সরোয়ার আলম-কে কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তুরস্ক এবং মধ্য প্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক বিশ্লেষক, তুরস্কের আনাদলু সংবাদ সংস্থার চীফ রিপোর্টার সরোয়ার আলম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, কালেরকন্ঠের উপজেলা প্রতিনিধি জসীম পারভেজ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু। এর আগে কলাপাড়া প্রেসক্লাবে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সরোয়ার আলম কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের সন্তান। আন্তর্জাতিক পরিমন্ডলে আজকে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। ২০০৬ সালে স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার জন্য তিনি তুরস্কে যান। তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাংবাদিকতায় অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন।
২০১৩ সাল থেকে তাঁর সাংবাদিকতায় পথচলা শুরু। তিনি তুরস্কের ইয়ানি সাফাক, সাবা এবং টিআরটি নামে বড় কয়েকটি সংবাদ মাধ্যমেও কাজ করে নিজেকে মেলে ধরেছেন।
২০১৬ সালে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় গণমাধ্যম আনাদলু সংবাদ সংস্থায় যোগদান করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নিউজ পাবলিশার্স হিসেবেও কাজ করছেন।
২০২১ সাল থেকে তিনি তুরস্কসহ মুসলিম বিশ্ব এবং বিশ্ব রাজনীতির গবেষণামূলক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেন। এসব বিষয় নিয়ে তৈরি তাঁর কনটেন্টগুলো ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply