শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ নোংড়া পরিবেশে ও কাপড়ের রং দিয়ে বিস্কুট উৎপাদনের অভিযোগে তিনটি বেকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ম্যানেজার সোহেল মিয়া, মনির হোসেন ও মালিক রেজাউল করিমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বরগুনা ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ শনিবার দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে এ আদেশ দেন।
জানাগেছে, আমতলী পৌর শহরের মিঠাবাজার এলাকার খাঁন ফ্রেস, নিউ বিসমিল্লাহ এবং রিয়াদ বেকারীতে দীর্ঘদিন ধরে নোংড়া পরিবেশে ও কাপড়ের রং দিয়ে বেকারী বিস্কুট উৎপাদন করে আসছেন। শনিবার দুপুরে বরগুনা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার মোঃ ইলিয়াস মিয়া ও বরগুনা ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ ওই বেকারী কারখানা তিনটিতে অভিযান চালায়। পরে খাঁন ফ্রেস বেকারীর ম্যানেজার মোঃ সোহেল মিয়া, নিউ বিসমিল্লাহ বেকারীর ম্যানেজার মনির হোসেন ও রিয়াদ বেকারীর মালিক রেজাউল করিমকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপদ খাদ্য আইনের ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করা হয়। ওইদিন বিকেলে আদালতের বিচারক এসএম শরীয়ত উল্লাহ তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বরগুনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইলিয়াস মিয়া বলেন, তিনটি বেকারী কারখানায় নোংড়া পরিবেশে ও কাপড়ের রং দিয়ে বিস্কুট তৈরির অপরাধে তিনজনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনের ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের বিচারক এসএম শরীয়ত উল্লাহ ওই তিনজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply