আমতলীতে তিন ইটভাটা বন্ধ; চার ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা | আপন নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে দুর্বৃত্তদের দেয়া আ-গু’নে পু’ড়ে গেলে বাস মালিকের স্বপ্ন কলাপাড়া হাসপাতালে ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে- হাসান মামুন আমতলীতে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরনে অনিয়ম; ওজনে কম দেয়ার অভিযোগ জাল কাগজপত্রে খাস জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা ; কুয়াকাটার রেস্তরা ব্যবসায়ী গ্রে’ফ’তা’র কলাপাড়ার চরনজিরে চড়া সুদের দাদন ব্যবসার প্র’তিবাদে এলাকাবাসীর মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সং-ঘ’র্ষে আ’হ’ত-১২ ভয়াল ১২ নভেম্বর স্মরণে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন, উপকূল দিবসের দাবি কলাপাড়ায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে বাড়ির সীমানা পিলার উপড়ে ভাংচু’রে’র অভিযোগ কলাপাড়ায় সাবেক বনবিভাগের কর্মকর্তা আব্দুল মালেক ইন্তেকাল
আমতলীতে তিন ইটভাটা বন্ধ; চার ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা

আমতলীতে তিন ইটভাটা বন্ধ; চার ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা

আমতলী প্রতিনিধিঃ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে পরিবেশগত ছাড়পত্রের কতিপয় শর্ত লংঘন ও আইনের ৪ ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বুধবার অভিযান পরিচালনা করে এ জরিমানা ও ইটভাটা বন্ধ করে দেন।

জানাগেছে, আমতলী উপজেলার অধিকাংশ ইটভাটার মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনে ইটভাটা পরিচালনা করে আসছেন। বুধবার পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন অভিযান পরিচালন করেছেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বিজয় এন্ড শিশির ব্রিকসে এক লক্ষ টাকা, আজাদ ব্রিকসে ৩০ হাজার টাকা, কীম ব্রিকসে ৩০ হাজার টাকা এবং জিমি ব্রিকসে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে বিজয়এন্ডশিশির, আজাদ ও কীম ব্রিকসের ইটভাটার আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ এবং কাচা ইট ধ্বংস করে দেয়া হয়।

বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আইনের ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!