শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন
পটুয়াখালীঃ
করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে দেশে ফিরে আসা নাগরিকদের হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। একই সাথে করোনার অজুহাতে দ্রব্যমূলের্য অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং জমজুতদারিদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পটুয়াখালী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করছেন।
জেলা প্রশাসনের তথ্য মতে রবিবার সকাল পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইন অমান্য করায় এ পর্যন্ত মোট চার জনকে ২৭ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এছাড়া কৃত্রিম সংকট তৈরী করে অধিকমূল্যে পন্য বিক্রি করায় ৪৭ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৩৫ হাজার ৫ শত টাকা অর্থদন্ড করা হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং কৃত্রিম সংকট তৈরি করে যারা বাজারে অস্থিরতা তৈরি করছেন তাদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে করোনা পরিস্থিতি নিয়ে পটুয়াখালীতে রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানিয়েছেন, জেলায় গত ৩ মাসে বিদেশ ফেরত ৮ হাজার ৩৪৪ জনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা ২ হাজার ৫৬৭ জনের মধ্যে ৪০২ জন মুক্ত হয়েছেন। করোনা সংক্রমণ হয়েছে এমন সন্দেহে পটুয়াখালী শহর ও সদর উপজেলার মৌকরণ থেকে দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় একটি করোনা সেল ও একটি করোনা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply