শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ অপরাহ্ন
পটুয়াখালীঃ
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭ (ছ) ধারয় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কমিশন কর্তৃক পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহীদুল ইসলামকে সভাপতি ও বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিস্ট পটুয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির তিন বছর মেয়াদী নতুন কমিটি অনুমোদন করেছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) একেএম সোহেল।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস নুরুল ইসলাম ও কেজি স্কুল রশিদ কিশলয়ের অধ্যক্ষ শিরীন নাহার। সদস্যরা হলেন-পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, খলিসাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, প্রভাতী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক কাজল রেখা, নার্গিস আরা, সাইফুল আলম লিখন, আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মানবজমিন প্রতিনিধি জালাল উদ্দিন আহমেদ, সংগীত শিক্ষক শামসুন নাহার পারভীন, ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের সমন্বয়ক মোঃ জহিরুল ইসলাম।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply