বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালী-৩ আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠে প্রবল উদ্যমে প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে পরিচিত এই নেতা নিজে এবং তার অনুসারীরা গ্রাম-বাগান, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। শুক্রবার ও শনিবার তিনি সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের আশীর্বাদ গ্রহণের পাশাপাশি ঘোড়া মার্কা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেছেন।
প্রচারণার প্রথম দিন থেকেই হাসান মামুন একটি সুসংগঠিত নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে গোছালো ও সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন, দ্বিধাহীন এবং দৃঢ়প্রতিজ্ঞ এই প্রচারণা তার জন্য শুভ সূচনা হিসেবে ধরা হচ্ছে। দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহসভাপতি এ্যাড. খোরশেদ আলম, এ্যাড. আবদুল ওহাব চৌধুরী, এ্যাড. এনামুল হক রতন, ফরাজী মাহাবুব আলম, এ্যাড. মো. ফুয়াদ হোসেইন, সাবেক যুবদল নেতা আল আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, ইয়াসিন আলী খান, আবু আবদুল্লাহ, মো. আমিনুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মো. ইকবাল বশির, গাজী সালাহউদ্দীন, হাসান আহমেদ জিদনি, মো. আবদুর রহিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ নিবিড়ভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন এবং ঘোড়ার প্রতীক ধরে রাখার দায়িত্বে রয়েছেন। তারা দাবি করেছেন, দলমত নির্বিশেষে মানুষ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীকের পক্ষে ভোট দিয়ে হাসান মামুনকে জাতীয় সংসদে পাঠাবেন।
অপরদিকে বিএনপি জোট মনোনীত প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন। তবে নিজের দলের শক্তিশালী সংগঠন না থাকার কারণে এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন মাঠে থাকায় তিনি কিছুটা বেকায়দায় রয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply