শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে শুক্রবার আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান পৌরসভার ৯ টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন। মেয়রের এমন মহতি উদ্যোগে অভিভুত পৌরবাসী।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে দুই হাজার হতদরিদ্র পরিবার খুঁজে খুঁজে আমতলী পৌরসভার উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। পৌর মেয়রের এমন মহতি উদ্যোগে অভিভুত পৌরবাসী। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল ও একটি করে সাবান দেন।
আমতলী পৌরসভার খাদ্য সহায়তার বঙ্গবন্ধু ভাস্কর্য প্রাঙ্গণে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিয়ার রহমান। সভায় বক্তব্য রাখেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ,কাউন্সিলর জিএম মুছা, মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ ও আবুল বাশার রুমি প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে বাংলার মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করবো। যতদিন পৌরবাসী ঘরে কর্মহীন থাকবে ততদিন আমি তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেব। আমতলী পৌরসভার কর্মহীন একজন মানুষকে না খেয়ে থাকতে দেব না। তিনি আরো বলেন, দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। যদি কারো খাদ্য সহায়তার প্রয়োজন হয় পৌরসভার হটলাইনে জানালে আমি তার ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেব।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply