
আমতলী প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো.মোতাহার উদ্দিন মৃধা তার ব্যাক্তিগত তহবিল থেকে মরণব্যাধি করোনার প্রভাবে আর্থিক সংকটে থাকা ইউনিয়নের ৯৪টি জামের ইমামদের ৯৪ হাজার টাকা বিতরন করেছেন। মঙ্গলবার সামাজিক সুরক্ষা বজায় রেখে ইউএনও মনিরা পারভীন ইমামদের মাঝে এ টাকা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রত্যেক ইমামকে এক হাজার টাকা করে মোট ৯৪ হাজার টাকা দেয়া হয়।
ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অর্থ বিতরন সভায় ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ইমামরা মানুষকে আলোর পথ দেখায়। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সকল মানুষের জন্য দোয়ায় আহবান জানান তিনি।
Leave a Reply